Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 অনেক বছর আগের কথা। এই ঠাকুরগাঁও জেলা শহরে তখন জনপদ গড়ে উঠেনি। বহতা টাংগন নদীর দুপাশ জুড়ে ছিল বিশাল শালবন। সবুজ অরণ্য ঘেরা এই এলাকার নাম ছিল শালবাড়ি পরগনা।

উনিশশত খ্রিষ্টাব্দের প্রথম দিকে এর জনপদটি ছিল মালদুয়ার পরগনার আন্তর্গত।  পরে জমিদার বৃদ্ধিনাথের ছেলে টংকনাথ বৃটিশ সরকারের আস্তা লাভ করে মালদুয়ার স্টেট গঠন করেন।   কথিত আছে টাকার নোট পুড়িয়ে জনৈক বৃটিশ রাজ কর্মচারীকে চা বানিয়ে খাইয়ে টংকনাথ চৌধুরী উপাধি লাভ করেন।  এরপর দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বশ্যতা স্বীকার করে রাজ উপাধি পান। । রাজা টংকনাথ চৌধুরীর স্ত্রীর নাম জয়রমা শঙ্করী দেবী ও রাণীশংকরী দেবীর নামানুসারে মালদুয়ার স্টেট হয়ে যায় রাণীশংকৈল।

 মালদুয়ারের  আগে এ অঞ্চল ছিল ভাতুরিয়া পরগনার অন্তর্গত । ১৮৯৩ সালে এখানে  থানা প্রতিষ্ঠিত হয়। এই থানা ১৯৮৩ সালে উপজেলায় রুপ লাভ করে।  উপজেলার উপর দিয়ে এঁকেবেঁকে বয়ে চলছে বহতা কুলিক নদী। এ উপজেলা অবস্থিত ঐতিয্যবাহী রামলাই দিঘি, রাণীশংকৈল রাজবাড়ি।

বর্তমানে রাণীশংকৈল উপজেলায় ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন  এবং ১২৪ টি মৌজা রয়েছে। ঠাকুরগাঁও জেলার পশ্চিম- দক্ষিণে রাণীশংকৈল উপজেলা। এর আয়তন ২৮৭.৭৪ বর্গ কিলোামিটার । আবাদী জমি ২৪৪৩২ হেক্টর । লোকসংখ্যা  ২৪৩৪৫৮ জন। (পুরুষ- ১,২৮,৫০৪ জন, মহিলা - ১,১৪,৯৫৪ জন) খাদ্য উৎপাদন ২৩৫১৯১ মেঃটন  খাদ্য চাহিদা   ৪৯২৪৬ মেঃটন,উদ্বৃত্ত ১৫৮৭১০ মেঃটন। এই উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। । যথা ঃ ধর্মগড়, নেকমরদ, হোসেনগাঁও, লেহেম্বা, বাচোর,কাশিপুর, রাতোর ও  নন্দুয়ার।